Home » অক্সফোর্ড টিকার ট্রায়াল ফের শুরু
এক নজরে করোনাভাইরাস টপ ফোর বিশ্ব সব খবর স্বাস্থ্য

অক্সফোর্ড টিকার ট্রায়াল ফের শুরু

Spread the love

রিটিশ নিয়ামকদের কাছ থেকে অনুমতি পাওয়ার পর তারা কোভিড-১৯ টিকার ট্রায়াল ফের শুরু করেছে। একজন ব্রিটিশ স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল সাময়িকভাবে বন্ধ ছিল। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, কমিটি তদন্ত শেষ করেছে এবং এমএইচআরএ-কে সুপারিশ করেছে, ব্রিটেনে ট্রায়াল শুরু করা নিরাপদ। এই টিকাটি বর্তমানে বিশ্বের এমন ৯টি টিকার অন্যতম, যারা তৃতীয় পর্যায়ের মানব ট্রায়ালের শেষ ধাপে রয়েছে।

এর আগে স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়ার পর বুধবার অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে তৈরি হওয়া টিকার ট্রায়াল তারা স্বেচ্ছায় বন্ধ রাখছে।