Home » এবার এমপিদের বেতন কমালো ভারত
এক নজরে টপ ফোর বিশ্ব ভারত

এবার এমপিদের বেতন কমালো ভারত

Spread the love

করোনা মহামারি মোকাবেলার অংশ হিসেবে ভারতীয় মন্ত্রীদের বেতন-ভাতার ৩০ শতাংশ আগেই কমানো হয়েছে। এবার দেশটির সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতার ৩০ শতাংশ কমানো হলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির লোকসভায় এ সংক্রান্ত তথা বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনার কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে। গত সোমবার ভারতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব। খবর- জিনিউজের।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে ওই বিলে।

গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) স্কিম আগামী দুই বছরের জন্য স্থগিত করে সেই অর্থ সরকারি তহবিলে জমার দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ভারতের মন্ত্রিসভা।

দেশটির কেন্দ্রীয় তর্থ ও প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে।

বিএনএ/এমএইচ