Home » লো সালফারযুক্ত ফার্নেস অয়েলের সরবরাহ উদ্বোধনী অনুষ্ঠান
চট্টগ্রাম পরিবহন ও জ্বালানী খাত ব্রেকিং নিউজ সব খবর

লো সালফারযুক্ত ফার্নেস অয়েলের সরবরাহ উদ্বোধনী অনুষ্ঠান

Spread the love

বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক আমদানিকৃত ১৫ হাজার মেট্রিক টন লোসালফারযুক্ত ফার্নেস অয়েল বহনকারী অয়েল ট্যাঙ্কার টিএমএন প্রাইড চট্টগ্রামের মেঘনা জেটিতে বার্থ নিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দেশে প্রথমবারের মত শূণ্য দশমিক ৫ (০.৫) শতাংশ সালফার কন্টেন্টযুক্ত এই অয়েল ট্যাঙ্কারটি বার্থ নেয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে ফার্নেস অয়েল আনুষ্ঠানিকভাবে সরবরাহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. শামসুর রহমান, বিপিসির পরিচালক(অপাঃ ও পরিঃ/বিপণন) সৈয়দ মেহদী হাসান, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক(বাঃ ও অপাঃ) মো. আবু হানিফ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, মেঘনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শূণ্য দশমিক ৫ ( ০.৫) শতাংশ সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল সরবরাহের নিমিত্তে যমুনা,পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানী লিমিটেড সমূহের সাথে বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের(বিবিএসএ ) সদস্য প্রতিষ্ঠানসমূহের সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রথম পর্যায়ে চুক্তি স্বাক্ষরকারী ৯টি প্রতিষ্ঠান যথা পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল(ওটি নিউ শাহ আমানত-১),মেসার্স ফ্রাংক ট্রেড(ওটি সুলতান শাহ),মেসার্স ওশান ফুয়েলস ইন্টারন্যাশনাল(ওটি মিক মাহী), মেসার্স এ আর করপোরেশন( ওটি আতিফা জাহান), মেসার্স সী মেরিন ফুয়েল সাপ্লায়ার্স এন্ড কোং(ওটি নিউ সী কুইন এক্সেস-১),মেসার্স জিএল শিপিং লাইন্স (ওটি মিক হুদয়-১), মেসার্স আল নূর করপোরেশন(ওটি কর্ণফুলী ডিলাক্স-৭),মেসার্স ওহাব সী মেরিন সার্ভিসেস কোং-(ওটি মিউচুয়াল এক্সপ্রেস) এবং মেসার্স খিজির(আ.) এন্টারপ্রাইজ (ওটি এসএমএস-১) ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল বহন ও সমুদ্রগামী জাহাজে সরবরাহের অনুমতি পেল।

বিএনএনিউজ/মনির