Home » থাপ্পর মেরে লালকার্ড খেলেন নেইমার, পিএসজির লজ্জার হার
এক নজরে খেলা

থাপ্পর মেরে লালকার্ড খেলেন নেইমার, পিএসজির লজ্জার হার

Spread the love

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে নেইমার-অ্যাঙ্গেল ডি মারিয়া ছিলেন না। সেই ম্যাচে হার মেনেছিল পিএসজি। দ্বিতীয় ম্যাচে রোববার রাতে মার্সেলির বিপক্ষে মাঠে নেমেছিলেন ঝরোয়া জুটি নেইমার-ডি মারিয়া। উদ্দেশ্য ছিলো আগের ম্যাচের প্রতিশোধ নেওয়া। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চাওয়া পূরণ হয়নি। ৯ বছর পর পিএসজিকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মার্সেলি।

তবে গতরাতের ম্যাচে হারের চেয়ে নেইমারের জন্য আরও বেশি নেতিবাচক হয়ে থাকবে। মাঠের পারফরমেন্সের চেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ক্ষতি হয়েছে তারই। ম্যাচতো হেরেছে সাথে লাল কার্ডও দেখেছেন। পেয়েছেন দর্শকের গালমন্দও। যার ফলে একম্যাচ শাস্তিস্বরূপ ডাগআইটে থাকতে হবে এ ফুটবল দানবকে।

ম্যাচের শেষ মুহূর্তের আগে গোল করেন ফ্লোরিয়ান থাউভিন। এতে জয় নিশ্চত হয়ে যায় মার্শেই। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পাড়ের উভয় দলের খেলোয়াররা। এসময় অভিযোগকারী খেলোয়ারকে থাপ্পড় মারেন নেইমার। এর জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান। এরপর মাঠ থেকে বেরিয়ে যান নেইমার।

বিএনএ/এমএইচ,এসজিএন