Home » জয়ার মন্তব্যে পাল্টা জবাব কঙ্গনার
এক নজরে টপ ফোর বিনোদন

জয়ার মন্তব্যে পাল্টা জবাব কঙ্গনার

Spread the love

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপ্রতের মৃত্যুর বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যুরে জন্য স্বজনপ্রীতিকে দায়ী বলে সোচ্চার হওয়া এই অভিনেত্রী বলিউডে মাদক যোগের বিষয়টি সামনে তুলে আনেন। এরপর নানা বিষবাক্যে বলিউডকে আক্রমণ করে নানা বিতর্কিত মন্তব্য করছেন তিনি। বলিউড নিয়ে কঙ্গনার এমন সব মন্তব্যে এবার চটেছেন বর্ষীয়ান অভিনেত্রী ও বিগবির স্ত্রী জয়া বচ্চন।

সোমবার ভারতের সংসদে দ্বিতীয় দিনে নিজের বক্তব্যকালে কঙ্গনাকে ধুয়ে দেন জয়া।

রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‘বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তারাই এখন একে ‘নর্দমা’ বলছেন। আমি এর সঙ্গে একেবারেই একমত নই। আশা করব, এই ধরনের লোকদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’

সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলে অভিহিত করেছিলেন কঙ্গনা।

কঙ্গনার সেই মন্তব্যের জেরেই সংসদে এমন বক্তব্য রাখেন অভিনেত্রী ও ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন।

বিএনএ/এমএইচ