চট্টগ্রামে বাড়ছে করোনাভাইরাস কিন্তু সচেতনতা নেই বন্দর নগরীর পাইকারী বাজারে। খাতুনগঞ্জে হাজার হাজর শ্রমিক মালামাল উঠানামার কাজ করেন। শনিবার(১২ডিসেম্বর) সকালে খাতুনগন্জ থেকে তোলা ছবি বাচ্চু বড়ুয়া।
এক পরিসংখ্যানে দেখাগেছে, দেশে রাজধানী ঢাকার পর চট্টগ্রামেই করোনা সংক্রমন দিন দিন বেড়েই চলেছে। ঢাকা মহানগরীসহ দেশের ১০ জেলায় করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি।
ঢাকার পরের অবস্থানে থাকা জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর ও দিনাজপুর জেলা।
সরকার জনসমাগম এলাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, ‘নো মাস্ক নো সার্ভিস’ করলেও খাতুনগঞ্জে তা ,মানা হচ্ছে না।
বিএনএ/এসজিএন