Home » দেশে প্রথমবারের মত ০.৫% সালফারযুক্ত ফার্নেস অয়েল সরবরাহ শুরু হচ্ছে
অর্থনীতি চট্টগ্রাম টপ ফোর পরিবহন ও জ্বালানী খাত বন্দর ও শিপিং ব্রেকিং নিউজ সব খবর

দেশে প্রথমবারের মত ০.৫% সালফারযুক্ত ফার্নেস অয়েল সরবরাহ শুরু হচ্ছে

Spread the love

চট্টগ্রাম : দীর্ঘ প্রতিক্ষার পর দেশে প্রথমবারের মত শূণ্য দশমিক ৫( ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত সরকারিভাবে আমদানীকৃত ফার্নেস অয়েল বহনকারী অয়েল ট্যাঙ্কার টিএমএন প্রাইড অবশেষে সোমবার(১৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মেঘনা জেটিতে বার্থ নেবে।

বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের(বিপিসি) মাধ্যমে মেঘনা পেট্টোলিয়াম লি. কর্তৃক আমদানীকৃত ১৫হাজার মে.টন লো সালফারযুক্ত ফার্নেস অয়েল আনুষ্টানিকভাবে সরবরাহ উপলক্ষে সোমবার(১৪সেপ্টেম্বর) সকালে মেঘনা জেটিতে স্বাস্থ্য বিধি মেনে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

সেখানে বিপিসির চেয়ারম্যান, পরিচালক মার্কেটিং, পদ্মা,মেঘনা, যমুনা অয়েল কোম্পানী লি. এর এমডি, উর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মজুমদার উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত: শূণ্য দশমিক ৫( ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল সরবরাহের নিমিত্তে যমুনা,পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানী লিমিটেড সমূহের সাথে বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের(বিবিএসএ ) সদস্য প্রতিষ্ঠানসমূহের সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রথম পর্যায়ে চুক্তি স্বাক্ষরকারী ৯টি প্রতিষ্টান যথা পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল(ওটি নিউ শাহ আমানত-১),মেসার্স ফ্রাংক ট্রেড(ওটি সুলতান শাহ),মেসার্স ওশান ফুয়েলস ইন্টারন্যাশনাল(ওটি মিক মাহী), মেসার্স এ আর করপোরেশন( ওটি আতিফা জাহান), মেসার্স  সী মেরিন ফুয়েল সাপ্লায়ার্স এন্ড কোং(ওটি নিউ সী কুইন এক্সেস-১),মেসার্স জিএল শিপিং লাইন্স (ওটি মিক হুদয়-১), মেসার্স আল নূর করপোরেশন(ওটি কর্ণফুলী ডিলাক্স-৭),মেসার্স ওহাব সী মেরিন সার্ভিসেস কোং-(ওটি মিউচুয়াল এক্সপ্রেস) এবং মেসার্স খিজির(আ.) এন্টারপ্রাইজ (ওটি এসএমএস-১) ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল  বহন ও সমুদ্রগামী জাহাজে সরবরাহের অনুমতি পেল।

বিএনএ/এসজিএন