করোনার প্রথম ঢেউ ছাপিয়ে লকডাউন পুরোপুরি ওঠে গেলে ভারতীয় নায়িকারা স্বস্তির নি:শ্বাস ফেলতে ছুটে যান পর্যটন দেশ মালদ্বীপে।
প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে। বলা যায়, দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের ২৮ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ৬০ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে।
সংস্কৃতে মালদ্বীপকে লক্ষদ্বীপও বলা হয়েছে। এর অর্থ লক্ষ দ্বীপের সমাহার। আসলে মালদ্বীপ লক্ষ দ্বীপের সমাহার নয়; রয়েছে ২৬টি অ্যাটোল। (অ্যাটোল মানে লেগুন ঘেরা প্রবালদ্বীপ) ২৬টি অ্যাটোল আর ১১৯২টি ক্ষুদ্র দ্বীপ। যার মধ্যে কেবল ২০০টি বাসযোগ্য।
সম্প্রতি বলিউড সেলেবদের বেড়াতে যাওয়ার অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে মালদ্বীপ। সেই কারণেই ক্যাটরিনা কাইফ থেকে ফারহান আখতার বা দিশা পাটানি, প্রত্যেকে হাতে সময় নিয়ে পাড়ি দিচ্ছেন সুন্দর দেশ মালদ্বীপে। সৈকত শহরে যাওয়ার পর প্রকাশ্যে আসছে তারকাদের একের পর এক অবাক করা ছবি। যেখানে বলিউডের একের পর এক অভিনেত্রীকে বিকিনি পরেই নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।
ক্যাটরিনা কাইফের বিকিনি ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়।
কাজল আগরওয়াল
রকুল প্রীত সিং।
শিবানী দান্ডেকর
তাপসী পান্নু
সূত্র: জি নিউজ