Home » মুম্বাইতে ভবন ধসে নিহত ১০
টপ ফোর বিশ্ব ব্রেকিং নিউজ ভারত সব খবর

মুম্বাইতে ভবন ধসে নিহত ১০

বিশ্ব ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই ভবনে আরও ২০-২৫ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটে ভিওয়ান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার ভোরে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার হয়েছেন পাঁচজন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো ২০-২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে এনডিটিভি।

বিএনএ/এমএইচ