55
Home » ফ্রান্সে মাসব্যাপী লকডাউন
টপ ফোর বিশ্ব

ফ্রান্সে মাসব্যাপী লকডাউন

ফ্রান্সে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাসব্যাপী এ লকডাউন শুরু হয়েছে শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে।

এদিকে লকডাউন ঘোষণার প্রতিবাদে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভে অংশ নেয় কয়েকশ মানুষ। প্যারিসের রাস্তায় বৃহস্পতিবার রাতে রেকর্ড পরিমান গাড়ি দেখা যায়।

তবে লকডাউন হলেও ফ্রান্সে খোলা থাকবে স্কুল ও কারখানা। রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা এই লকডাউন চলাকালীন সময়ে বন্ধ থাকবে। জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, ‘দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে ভাইরাস এবং সবচেয়ে হতাশাজনক পূর্বাভাস আশা করা হচ্ছে। আমাদের সব প্রতিবেশীদের মতোই ভাইরাসের আচমকা বৃদ্ধিতে আমরা ডুবে গিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই একই অবস্থায় রয়েছি। দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন, যেটি প্রথমটির থেকেও আরও বেশি কঠিন ও মারণাত্মক হবে। ভাইরাসকে থামাতে আমি ফের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র: বাংলাদেশ নিউজ এজেন্সি /বিএনএ।

বিএনএ/এমএইচ