Home » ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল
এক নজরে টপ ফোর বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

Spread the love

নেপালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৪৮ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় বলে ন্যাশনাল সিসমোলজি অব ইন্ডিয়া জানিয়েছে। তবে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টা৪ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। খবর- এনডি টিভির।

ভূমিকম্পটির উপকেন্দ্র কাঠমান্ডুর পার্শ্ববর্তী সিন্ধুপালচক জেলার রামছি এলাকার আশপাশে ছিল। এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্প হয়ে নেপালে। তবে সে সময়ের ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। গোটা নেপালকে কাঁপিয়ে দিয়েছিল সেই ভূমিকম্প। দুর্যোগে লন্ডভন্ড অবস্থা হয়েছিল দেশটির। ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯ হাজার মানুষের দেহ উদ্ধার হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২২ হাজার।

বিএনএ/এমএইচ